বারহালে বিদুৎতাড়িত হয়ে কিশোরের মৃত্যু
এখলাছুর রহমানঃ
জকিগঞ্জে বিদ্যুৎতাড়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের ৩০ ঘরের পাখি আলীর পুত্র আফছার(১৪)। জানা যায়, সকাল সাড়ে ১২ টার দিকে শাহগলী বাজারের মেইন রোডে একটি বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে তার মৃত্যু ঘটে।
Post a Comment