জকিগঞ্জে সিএনজিসহ ৩ ছিনতাইকারী আটক

 জকিগঞ্জে সিএনজিসহ ৩ ছিনতাইকারী আটক



এখলাছুর রহমানঃ

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ সিএনজি ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে। থানা পুলিশ ও স্থানীয় জনতারস হায়তায় উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাস স্টেশন এলাকা থেকে রবিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের আটক করে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, সিলেটের শহরের পপুলার মেডিকেলের সামনে থেকে শনিবার রাত অনুমান ৭ ঘটিকার দিকে যাত্রীবেশে ছিনতাইকারী সদস্য সোহেল মুর্শেদ তাপাদার উরফে রাজু আহমদ ও রাব্বি হোসেন জকিগঞ্জে যাওয়ার কথা বলে একটি সিএনজি গাড়ী, যার রেজি নং-সিলেট-থ-১২-৭৮৪২ এর চালক আবু বক্করের সহিত ৯ শত টাকা ভাড়া সাব্যস্ত করে। পরে ল্যাব-এইড হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বললে ল্যাব-এইড হাসপাতাল এর সামনে থেকে বেলাল আহমদ হৃদয় ও কামরান আহমদ নামে দু'জনকে গাড়িতে তুলে জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ১০.১৫ ঘটিকার সময় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাস স্টেশন এলাকার একটি ফাঁকা জায়গায় পৌঁছিলে পূর্ব পরিকল্পিতভাবে যাত্রীবেশি সকল ছিনতাইকারীরা সিএনজি চালকের গলায় চাকু ধরে এবং চালক-কে গাড়ি থেকে নামিয়ে সিএনজি গাড়ী নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। ঐ সময় সিএনজি গাড়ীর চালক চিৎকার দিলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন এবং থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় তিন ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্যদের ছিনতাইকৃত সিএনজি গাড়ীসহ আটক করে।আটককৃতরা হচ্ছে উপজেলার ০৩নং কাজলসার ইউনিয়নের নোয়াগ্রাম (আটগ্রাম) এলাকার মৃত তজমুল আলী উরফে তজই মিয়ার ছেলে নুরুল হক (৩৫), ০৮নং কসকনকপুর ইউনিয়নের মৌলভীরচক গ্রামের আলাই মিয়া উরফে আলাই মিকারের ছেলে কামরান আহমদ (২২), সিলেটের কোতোয়ালী থানার ০৯ নং ওয়ার্ডের ০৩নং ব্লকের আখালিয়া (নিহারিপাড়া) এলাকার রাশেদ আহমদের ছেলে রাব্বি হোসেন (২২)। এসময় অন্যান্য সহযোগী আসামিরা পালিয়ে যায়। রবিবার জকিগঞ্জ থানায় এদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ সম্পর্কে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, উক্ত ছিনতাই চক্রের পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে এবং দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Post a Comment

Previous Post Next Post