জকিগঞ্জে তালামীযের উদ্যোগে 'শুহাদায়ে কারবালা ও তাৎপর্য' শীর্ষক সেমিনার

 জকিগঞ্জে তালামীযের উদ্যোগে 'শুহাদায়ে কারবালা ও তাৎপর্য' শীর্ষক সেমিনার



বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুহাদায়ে কারবালা তাৎপর্য ও শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা কনফারেন্স হলে শাখা সভাপতি আবু ছায়িদ মো. আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছামাদের যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন চৌধুরী।

শাখা সাংগঠনিক সম্পাদক মো: ছাদিকুর রহমানের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে বক্তব্য দেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ, সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত, জকিগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি কাজী মাওলানা হিফজুর রহমান, সিলেট পূর্ব জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর প্রমূখ।

এসময় বক্তারা কারবালা ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে ইয়াজিদের দোসররা কারবালার ঘটনাকে অপব্যাখ্যা করছে। ইমাম হোসাইন (রা.)'র ত্যাগকে অস্বীকারের পাশাপাশি ইয়াজিদকে নির্দোষ প্রমাণেও উঠে পড়ে লেগেছে এই মহল। এসব ঠেকাতে প্রত্যেককে কারবালার সঠিক ইতিহাস চর্চার তাগিদ দেন তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন,অর্থ সম্পাদক সাদিক আহমদ, অফিস সম্পাদক আব্দুল হাসিব তাপাদার, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, মো. হিফজুর রহমান, সদস্য আজিম আহমদ, আব্দুল আউয়াল, মো. মোফাজ্জল আহমদ, সাইফুল হক চৌধুরী, শাহজাহান আহমদ, ২ং বীরশ্রী ইউনিয়ন তালামীযের সভাপতি রায়হান আহমদ, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, ৩নং কাজলসার ইউনিয়ন তালামীযের সভাপতি আহমদ আল মাহফুজ, সাধারণ সম্পাদক শাকির আহমদ, ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সভাপতি লিমন আহমদ, সাধারণ সম্পাদক তাহের আহমদ, ৬নং সুলতানপুর ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ৯নং মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন চৌধুরী, রতনগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. দেলওয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ চৌধুরী, ৪নং খলাছড়া ইউনিয়ন তালামীযের সভাপতি মো. নাসির উদ্দিন, ৭নং বারঠাকুরী ইউনিয়ন তালামীযের সভাপতি কামাল আহমদ, ১নং বারহাল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ চৌধুরী, ৮নং কসকনকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মনজুর কামাল খান, মুন্সীবাজার আঞ্চলিক শাখা তালামীযের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবর। 

পরে আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

Post a Comment

Previous Post Next Post