অবশেষে ৮৫ বছরের বৃদ্ধ দরিদ্র মহিলার ঘরে বিদুৎ | Finally electricity in the house of 85 years old poor woman
অবশেষে ৮৫ বছরের বৃদ্ধ দরিদ্র মহিলার ঘরে বিদুৎ
অবশেষে ৮৫ বছরের বৃদ্ধ দরিদ্র মহিলার ঘর বিদুৎ দ্বারা আলোকিত হয়েছে। এই প্রথম ঘরে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। ধন্যবাদ জানাই শাহগলী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শাহ আলম ভাইকে। এই মহিলার ঘরের বিদ্যুৎ সংযোগ নেই শুনে বলেছিলে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজের অর্থায়নে মহিলার ঘরে মিটার সহ লাইনের ব্যবস্থা করে সংযোগ দিবেন।
আলহামদুলিল্লাহ আজ শাহ আলম ভাই ও কর্মকর্তা খলিল ভাই এসে মহিলার ঘরের বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছেন। বৃদ্ধ মহিলা ঘরে বিদ্যুৎ দেখে খুব আনন্দিত। তিনি কল্পনা করতে পারেননি ঘরে বিদুৎ হবে সাথে আরামের জন্য ফ্যানও থাকবে।
ধন্যবাদ জানাই চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান Zuber Laskar ভাই ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মখলিছুর রহমান ভাইকে। আপনাদের মাধ্যমে দু'টি ফ্যানের ব্যবস্থা হওয়ার জন্য। ধন্যবাদ জানাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ তাপাদার ভাইকে।
আপনার মাধ্যমে ঘরের যাবতীয় মালামাল ব্যবস্থা হওয়ার জন্য। ধন্যবাদ জানাই ইলেক্ট্রিশিয়ান মাসুদ ভাইকে। শত ব্যস্ততা থাকার পরেও বৃদ্ধ মহিলার ঘরের কাজ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজ সংযোগ করতে সহযোগিতা করার জন্য তাজুল ইসলাম ভাই ও রুবেল আহমদ ভাইকে।
আল্লাহ তায়ালা যেন সবার সহযোগিতা কবুল করেন।
Finally Electricity in the house of 85 years old Poor Woman
Finally the house of an 85-year-old poor woman is lit by electricity. Electricity is connected to this first house. Thanks to Shahgali Complaint Center incharge Shah Alam Bhai. On hearing that this woman's house has no electricity connection, you said that you will arrange a line with a meter in the woman's house with your own funds on the occasion of National Mourning Day.
Alhamdulillah Today Shah Alam Bhai and official Khalil Bhai came and connected the electricity to the woman's house. The old woman is very happy to see electricity in the house. He could not imagine that the house would have electricity and a fan for comfort.
Thank you to Chowdhury & Laskar Trust Founder and Chairman Zuber Laskar Bhai and eminent philanthropist and educationist Maulana Makhlishur Rahman Bhai. For arrangement of two fans through you. Thanks to prominent businessman Abdus Samad Tapadar brother.
For arranging all the household goods through you. Thanks to the electrician Masud bhai. To do the old lady's housework despite being busy. Thanks Tajul Islam bhai and Rubel Ahmad bhai for helping to connect today.
May Allah Ta'ala accept everyone's cooperation.
Tags
জকিগঞ্জ নিউজ