বারহাল ছাত্র সেনানী ঐক্য পরিষদের পরিচিতি সভা সম্পন্ন
বারহাল ছাত্র সেনানী ঐক্য পরিষদ এর পরিচিতি সভা সম্পন্ন।
আজ ০৪/০৬/২০২১-ইং রোজ শুক্রবার বাদ মাগরিব শাহগলি বাজার ইউনিয়ন অফিসের সামনে (Red Dod) ফ্যাশনে অনুষ্ঠিত হয়-
উক্ত পরিচিতি সভায় বারহাল ছাত্র সেনানী ঐক্য পরিষদ এর প্রতিষ্টাতা সভাপতি মোঃকামরান আহমেদ এর সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম ফামিম-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহগলি আর্দশ শিশু বিদ্যানেকতন এর প্রিন্সিপাল,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সহ-সভাপতি জনাব সাইফুর রহমান।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদারহুড বারহাল এর সভাপতি LX ফরহাদ,
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাদ্রারহুড বারহাল এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তানবীর।
পরিচিতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন.
বারহাল ছাত্র সেনানী ঐক্য পরিষদ এর সহ-সভাপতি রাজু আহমদ,
সহ-সাধারণ সম্পাদক আমিন আহমদ,
সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ,
অর্থ সম্পাদক সুহিন আহমদ,
প্রচার সম্পাদক মোঃজসিম আহমদ,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান রাজু,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবিদ হোসাইন,
সহ-প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ,
ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ,
..
বারহাল ছাত্র সেনানী ঐক্য পরিষদ এর পরিচিতি সভা শেষে অথিতিদের বক্তব্য ক্রমানুসারে প্রদান করেন।