রাসূল (সা:) এর আদর্শের যথাযথ অনুসরণই ঈদে মীলাদুন্নবী (সা:) এর প্রকৃত শিক্ষা
---------মাওলানা আহমদ হাসান চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী বলেন: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন করেই একজন মোসলমানের দায়িত্ব শেষ নয়। মহানবী (সা:) এর যথাযথ অনুসরণ, তাঁর আদর্শের বাস্তবায়ন করাই মুমিনের দায়িত্ব। প্রিয় নবী (সা:) ধরাদামে আগমনের সময় খুশিতে ব্যাকুল ছিল সৃষ্টিকূল। দোলক ভূলোকে আনন্দের ফোয়ারা বইছিল। মহানবীর নূরের জ্যোতিতে সকল পাপাচার দূরীভূত হল। বসন্তের সোনালী রোদে হাসল তামাম দুনিয়া। পারস্পরিক ভেদাভেদ মিটে ভুলে গিয়ে প্রতিষ্ঠা হল সাম্য মৈত্রী। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হল।পরিতাপের বিষয়; আজকে মানুষের মূল্যবোধ ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সমাজে বিরাজমান বৈষম্য, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে। রাসূল (সা:) এর আদর্শের অনুসরণই এহেন সংকট থেকে মুক্তিলাভের কার্যকরী পন্থা।
৬ নভেম্বর, শনিবার, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর আয়োজিত 'পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) এর তাৎপর্য শীর্ষক সেমিনার-২০২১' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা ছরওয়ারে জাহান'র সভাপতিত্বে একাডেমির প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী ও সহকারী শিক্ষক শুহেদ আহমদ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্টাতা পরিচালক মাওলানা এম এ রব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিফায়ে ফুলতলী জনাব হুসাইন আহমদ রহিমপুরী, হলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফজলুর রহমান চৌধুরী, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ'র প্রভাষক মাওলানা মুহিবুর রহমান, তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসা ঢাকা'র শিক্ষক মাওলানা শাহিদ আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক, মাওলানা আব্দুল মছব্বির রাঙ্গাপুরী, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, দৈনিক ইনকিলাবের বালাগঞ্জ প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ওসমানীনগর বালাগঞ্জের সভাপতি হাফিজ ফাতির আহমদ, কটালপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সিরাজুল ইসলাম, একাডেমির উপদেষ্টা মৌলভী মাহমুদ আলী, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি সালেহ আহমদ, অর্থ সম্পাদক মাহবুব খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ শাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খাঁন প্রমুখ।