কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে?-মুফতি কাজী মনসুর

 কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে?-           মুফতি কাজী মনসুর


♦কোন কোন পশু দ্বারা কুরবানী করা যাবে♦

 উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েয। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েয নয়। তদ্রূপ হাঁস-মুরগি বা কোনো পাখি দ্বারাও কুরবানী জায়েয নয়।
(কাযীখান৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫)

♦আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ
ولكل امة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام‎
 তরজমা: আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানীর নির্দেশ দিয়েছি। আল্লাহ তাদের রুযি হিসেবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপর তারা যেন (জবাই করার সময়) আল্লাহর নাম উচ্চারণ করতে পারে।
-সূরা হজ্ব : ৩৪

♦নর ও মাদা পশুর কুরবানী♦

 যেসব পশু কুরবানী করা জায়েয সেগুলোর নর-মাদা দুটোই কুরবানী করা যায়। 
(কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫)

♦কুরবানীর পশুর বয়সসীমাঃ

 উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।
উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না।

 (কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে৪/২০৫-২০৬)

♥জাবের রা. থেকে বর্ণিত,
أن رسول الله صلى الله عليه وسلم قال : لا تذبحوا إلا مسنة، إلا أن يعسر عليكم فتذبحوا جذعة من الضأن.‎
তোমরা (কুরবানীর জন্য) মুসিন্নাহ ব্যতীত যবাই করো না। (মুসিন্নাহ হল, ৫ বছর বয়সী উট, ২বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে ১ বছর [শরহুননববী]) যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী ভেড়াবা দুম্বা।
(সহীহ মুসলিম, হাদীস : ১৯৬৩)

Post a Comment

Previous Post Next Post