বারহাল ছাত্র পরিষদের নিয়মিত ম্যাগাজিন "বিকাশ" ৪র্থ সংখ্যার প্রকাশনা উৎসব ও জাকিরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

 বারহাল ছাত্র পরিষদের নিয়মিত ম্যাগাজিন "বিকাশ" ৪র্থ সংখ্যার প্রকাশনা উৎসব ও জাকিরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা 



অদ্য ০৮/১০/২০২১ ইং রোজ শুক্রবার  বিকাল ৩ ঘটিকার সময় বারহাল ইউনিয়ন পরিষদ হল রুমে, পরিষদের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লায়েক আহমদের সঞ্চালনায় অনুষ্টিত প্রকাশনা উৎসব  ও বিদায়ী  সংবর্ধনা অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরিষদের সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন "বারহাল ছাত্র পরিষদের" সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ।

অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বারহাল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধুরী , বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা তোফায়েল আহমদ চৌধুরী, উপদেষ্টা ড.ইকবাল ছদিওল,  উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ফারুক আহমদ, ইউ/পি প্যানেল চেয়ারম্যান সুমন আহমদ আহমদ চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, সমাজসেবী মুক্তাউর রহমান ছুনু মিয়া, স্বর্ণ পদক প্রাপ্ত মাওঃ সিহাবউর রহমান, সমাজসেবী বুরহান উদ্দীন রনি, বারহাল ছাত্র পরিষদের "প্রতিষ্টাতা সভাপতি" সাদিক আহমদ তাপাদার, সাবেক সভাপতি ছদিওল হোসাইন, আজীবন সদস্য কামাল আহমদ, আজীবন সদস্য সাইফুর রহমান,  সহ-সভাপতি কাজী মনসুরআহমদ, সাবেক সাধারন সম্পাদক রিমন আহমদ চৌধুরী, সহ-সভাপতি কলিম চৌধুরী, সহ-সভাপতি বাবলু আহমদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাজু, কোষাধ্যক্ষ জুবের আহমদ, প্রচার সম্পাদক কামরান আহমদ,।



অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার কামাল আহমদ, ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী,সাবেক সদস্য জাবের আহমদ, আব্দুর রহিম,সাইফুল হক চৌধুরী,আব্দুল মুমিত সায়েম,কাজী জাহিদ,মিলাদ আহমদ চৌধুরী, তানভির আহমদ, নাহিদ আহমদ চৌধুরী, বাহার উদ্দীন,জামিল আহমদ, স্বরজিত দাস দুলন, সাফায়াত রশিদ, কাজী হামিদ, আলবাব হোসেন, ইমন আহমদ, সোলেমান আহমদ,  আরিফ তাপাদার, রুহিন আহমদ চৌধুরী, জাকারিয়া আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিষদের সভাপতি জাকিরুল ইসলামকে প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এবং সমাজিক ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট ও চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টকে সম্মাননা ক্রেস্ট  ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জকিগঞ্জ উপজেলার মধ্যে ১ম পুরস্কার পাওয়ার জন্য ইমন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।



Post a Comment

Previous Post Next Post