জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে 'জকিগঞ্জ সংবাদ'-এর ১০ম বর্ষপূর্তি ও টিভি ভার্সন উদ্বোধন

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে 'জকিগঞ্জ সংবাদ'-এর ১০ম বর্ষপূর্তি ও টিভি ভার্সন  উদ্বোধন



জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে জকিগঞ্জ সংবাদ ডটকম এর ১০ম বর্ষপূর্তি উদযাপন ও জকিগঞ্জ এস.টিভি'র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে এ আয়োজন করে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ।

জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রধান  সম্পাদক রহমত আলী হেলালীর সঞ্চালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন জকিগঞ্জ এস.টিভি'র প্রতিবেদক হাফিজ আমিনুল করীম।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব-এর সভাপতি আল আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম  উদ্দিন, জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ, সোনার বাংলা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফরুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ ও মহিলা কাউন্সিলর জোসনা খানম প্রমুখ।

জকিগঞ্জ সংবাদ ও জকিগঞ্জ এস.টিভির প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর উদ্বোধনী বক্তব্যে সূচীত এ  অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ড সদস্য কফিলুজ্জামান কফিল ও জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন, প্রবীণ মুরব্বী মোস্তফা আহমদ, জকিগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর রিনা আক্তার, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, সিলেট জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব-এর ক্রীড়া সম্পাদক এম. আব্দুল্লাহ আল মাসউদ তরফদার, কানাইঘাট প্রেসক্লাবের অফিস ও ক্রীড়া সম্পাদক শাহীন আহমদ, দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার, জকিগঞ্জ  টিভির ডিরেক্টর আব্দুল মুকিত, জকিগঞ্জের ডাকের সম্পাদক তারেক আহমদ, জকিগঞ্জ টাইমস-এর সম্পাদক দেলোয়ার জাহান লিমন, আমাদের জকিগঞ্জের নির্বাহী সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ আইটিভি'র প্রোগ্রাম এডিটর জাহাঙ্গীর সাহেদ ও উজ্জল আহমদ তোফায়েল, প্রবাসী মাওলানা সালেহ আহমদ, প্রবাসী হিফজুর রহমান, সংগঠক এহসানুল করীম তোফায়েল,  আওয়ামী নেতা আতাউর রহমান আতা, শ্রমিক লীগ নেতা কাওছার আহমদ কয়েছ, যুবলীগ নেতা আব্দুল মুনিম,

জকিগঞ্জ সংবাদ ও জকিগঞ্জ এসটিভি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আহমদুল হক চৌধুরী বেলাল, এম.এ.ওয়াহিদ চৌধুরী, আহসান হাবীব লায়েক, নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা, তাহের আহমদ চৌধুরী ও মাহের আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ প্রদর্শনী, কেক কেটে নতুন ওয়েব পোর্টাল ও জকিগঞ্জ এস.টিভির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দির নায়বে মুহতামীম হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

1 Comments

Previous Post Next Post