জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত

১১ আগষ্ট ২১ ইং রোজ বুধবার  ৫৯ ব্রিকলেন ,লন্ডনে ,জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত হয় । 

জনাব  নোমান আহমদ তাপাদার,জনাব মো: জিয়াউর রাহমান, জনাব জুয়েল আহমেদ চৌধুরী, জনাব শাহরিয়ার চৌধুরী,জনাব বারিষ্টার সাইফ উদ্দিন খালেদ  এই পাঁচজনের মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমোঝোতা স্বাক্ষর করেন সভাপতি ,জনাব মো: জুবের আহমদ লস্কর ও জনাব শেরওয়ান চৌধুরী : এবং সাধারন সম্পাদক  জনাব মো : আতিকুর রহমান চৌধুরী ও মো: আবুল হুসেন ।

সমোঝোতা স্বাক্ষারের পর উভয় কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয় । সর্বসম্মতিক্রমে আটজন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয় সর্বজনাব ১। শেরওয়ান চৌধুরী,২। মো:জুবের আহমদ লস্কর ৩। আবুল হুসেন ৪। মো: আতিকুর রহমান চৌধুরী ৫।কামরুল হুসেইন দেলওয়ার ৬। আবদুল্লাহ আল মাহমুদ ইমন ৭ ।ফজলে আহমদ চৌধুরী একলিম ৮।জয়নুল আবেদীন।

এই কমিটি নির্বাচন পর্যন্ত বহাল থাকিবে ।

দীর্ঘাদিন থেকে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দুটি গ্রুপ ছিল।অ

বশেষে জকিগঞ্জের ইউকেতে অবস্থানরত কমিউনিটি নেতাদের মধ্যস্থতায় দুটি গ্রুপ ভেঙ্গে একটি গ্রুপে মিলিত হন।





Post a Comment

Previous Post Next Post