জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সম্পর্কে কিছু কথা-সাইফুর রহমান
মানুষ সামাজিক জীব।সমাজের বসবাসরত মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা।যেমন-বিবাহ,পরিবার,জ্ঞাতি সম্পর্ক, সম্পত্তি,ধর্ম,শিক্ষা,রাজনীতি,বিদ্যালয়,হাসপাতাল,এতিমখানা ইত্যাদি। এসব প্রতিষ্ঠান ও সংস্থা একদিকে মানুষের বহুমুখী প্রয়োজন পূরণ করে অন্যদিক নানাবিধ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সামাজিক প্রতিষ্ঠান সমাজ গঠনে মূল ভূমিকা পালন করে।এগোলোর মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং মানুষ তাদের সামাজিক ভূমিকা পালন করে থাকে।
অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক শান্তি ও শৃঙ্খলা, মানসিক আনন্দ,ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং জ্ঞানচর্চা সংক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা গুরুত্বপূর্ণ।
ইউকেতে অবস্থানরত জকিগঞ্জবাসীদের সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
একসময় সংগঠনটি জকিগঞ্জের সকল ধরনের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল।
২০১৫ সালে যেকোন কারনে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে যায়।এতে জকিগঞ্জের সকল সচেতন মানুষের মনে আঘাত লাগে।
অনলাইনের সুবাদে অদ্য দেখতে পারছি জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত সংগঠনটি একটি গ্রুপে সংগঠিত হয়েছে।
এই ঐক্য দেখে বাংলাদেশ সহ বিশ্বের সকলে দেশে অবস্থানরত জকিগঞ্জবাসী অনেক আনন্দিত হয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় হল-অনলাইনে পুনরায় দেখা যাচ্ছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে আরেকটি সংগঠনের কার্যক্রম চলমান।
একজন সচেতন জকিগঞ্জের মানুষ হিসেবে এই অনৈক্য দেখে খুব কষ্ট লাগে।
অনলাইনে বিভিন্ন জেলা বা উপজেলার মানুষের কমেন্ট দেখে সত্যিই নিজেকে জকিগঞ্জি বলতে লজ্জা লাগে।
আমরা সবাই চাই দুনিয়ার যেকোন স্থানে জকিগঞ্জবাসী যারা থাকবেন সবাই একত্রি হয়ে থাকতে।
এতে জকিগঞ্জবাসীর সকল সমস্যা সমাধান যেভাবে করা সহজ হবে তেমনি জকিগঞ্জবাসীর সম্মান বাড়বে।
ইউকেতে অবস্থানরত সকল সম্মানিত জকিগঞ্জবাসীদের অনুরোধ করব,আপনারা জকিগঞ্জের মানসম্মানের স্বার্থে এক হোন।
আপনারা যদি জকিগঞ্জবাসীর উন্নয়ন সত্যিই চেয়ে থাকেন তাহলে আপনারা গ্রুপিং করবেন না।
সবার মনের কষ্ট দূর করে জকিগঞ্জের স্বার্থে একটি সংগঠনে সংগঠিত হোন।
আল্লাহ যেন সবাইকে এক হওয়ার তাউফিক দান করেন।
ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিনীত
সাইফুর রহমান
প্রিন্সিপালঃশাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন।
সহ-সভাপতিঃ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাব।